গান টা ঠিক সেই রিলিজ হওয়ার পর থেকেই শুনে আসছি। বেশ কয়েকবার গাওয়ার ও চেষ্টা করেছি। এখনো পছন্দের, বৈকি পছন্দের একদম শীর্ষে! Tonight I’m F**king You — by Enrique Iglesias। এই গানের একটা সেন্সরড ভার্সন ও রয়েছে, Tonight I’m Loving You. But whatever it is, Enrique is an absolute legend for this song 😀
ইংরেজি আর ল্যাটিন মিউজিকের জন্য এখনো পছন্দের শীর্ষে এনরিকে — হিন্দি মিউজিকে শুরু থেকে আজ পর্যন্ত মোহিত চৌহান (Mohit Chauhan) এবং কেকে (KK) — আর মৃত্যু পর্যন্ত এই স্বাদ হয়তো পরিবর্তন হবার নয়। তবে মিউজিক নিয়ে বেশ কিছু বলার রয়েছে। মিউজিক আমার হৃদয়ের অনেক কাছের একটা জিনিস।
শুরুটা করেছিলাম ২০১০ সালে, ১৪ টা বছর পার হয়ে গেলো, রবি আজিয়াটা (Robi Axiata) এখনো আমার ফেভারিট মোবাইল অপারেটর এবং আজো প্রাইমারি নাম্বার হিসেবে ব্যবহার করছি। অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ০১৮ এর সাথে। অনেক কথা, গল্প, ভালোবাসা, আর গান…
মাঝখানে দুইবার সেকেন্ডারি হিসেবে জিপি, বিএল, টেলিটক, এয়ারটেল ব্যবহার করার চেষ্টা করেছি। কিন্তু মন টিকেনি 🙂 এই ফেভারিট মোবাইল অপার্টর নিয়েও অনেক কেচ্ছা রয়েছে। কোন একদিন শুনিয়ে দেবো।
আমি তো ইভেন গুনেও বলতে পারবো না “খিচুড়ি” ঠিক কতদিন থেকে আমার ফেভারিট খাবার। — হ্যা, পছন্দের শীর্ষে থাকার বড় একটা কারণ হচ্ছে আমি নিজেই ঠিকঠাক রান্না করে ফেলতে পারি। ব্যাচেলর লাইফের বড় একটা অংশ কেটেছে এই খিচুড়ি রান্না করে আর খেয়ে। অনেক সময় তো তিন বেলায় শুধু খিচুড়ি খেয়ে কেটেছে, তবে একবারও বেরুচী বোধ হয় নি।
কোভিড এর সময় আমার মামাবাড়ী কাটিয়েছি অনেকগুলো দিন। মামার হঠাৎ অপারেশন করতে হয়েছিল কোমড়ে আর মামী ছিলো বাপের বাড়ি। আমি আর মামার ডিফল্ট ফুড ছিলো খিচুড়ি আর ডিম ভাজা। চিনিগুড়া চাউলের মিষ্টি সেই ঘ্রাণ তো এখনো নাকে লেগে রয়েছে।
তবে দুঃখের ব্যাপার হলো অনেক আর্কাইভ খুঁজেও কোনো খিচুড়ি ছবি খুঁজে পেলাম না, তাই এটাচ করতে পারলাম না। তবে পরবর্তীতে নিজে রান্না করলে পোস্ট আপডেট করে দেবো।
রং — মানুষের আবেগের বড় একটা অংশ জুড়েই তো রঙের প্রতি ভালোলাগা জুড়ে থাকে। একদম শুরু থেকেই, মানে জ্ঞান বুদ্ধি হওয়া থেকেই “উজ্জ্বল হলদেটে সবুজ” রং ভালো লাগতো (জানি এইটা অদ্ভুদ টাইপের একটা পছন্দ) — মানে একদিন দেখছিলাম আবার বড় ক্যাজিন সে একটা লোহার চেয়ারে এই রঙটা করছিল। তখন আমার বয়স কতো হবে? ৪/৫ বছর হয়তো। সেই থেকে এই রঙের প্রেমে পরে যাই।
তবে পরে “লাল” রঙ বেশ ভালো লাগতো, এখনো ভালো লাগে। তবে Bright Yellowish Green বা Lime Green এর মতো ডিফল্ট ভালো লাগার রং আর কিছু নাই। এইটার কালার কোড হবে #6de000 এর আশেপাশে। Still My Favorite and always will be 😀 এই রঙ নিয়েও একদিন অনেককিছু বলবো, অনেক বলার রয়েছে আসলেও।