TB

মেয়াদ বিহীন মোবাইল ইন্টারনেট প্যাক?

মেয়াদ বিহীন ইন্টারনেট প্যাক জাস্ট একটা হুজুগের দাবী। যদি মেয়াদবিহীন ডাটার দাম ১ মাসের ডাটার সমান না হয়, উল্টে নিজের পায়ে কুড়াল ফেলা ছাড়া আর কিছুই হবে না। এরকম একটা অযুক্তিক দাবির কারণে যদি ইন্টারনেট প্রাইস আকাশচুম্বী হয় আমি আপনাদের ব্যতীত অন্য কাউকে দায়ী করবো না।

আমাদের দরকার ছিল কমদামে ১,৩,৬ মাসিক ব্যান্ডেল। কলরেট এর ফ্লোর প্রাইস তুলে দেওয়া। খুচরা ইন্টারনেট প্যাকেজ গুলো আরো সস্তা করা। হ্যা, এইটা করা যেতো ৩০ দিনের প্যাক কিনেছেন কিন্তু ডাটা এখনো রয়েছেই, প্যাক এক্সপায়ার হওয়ার পরেও ডাটা যাবে না। নতুন প্যাক কিনলে আবার ডাটা গুলো ব্যবহার করা যাবে।

যেকোনো প্যাক কিনলেই, যেকোনো প্যাক ক্যারিফরওয়ার্ড হবে। — এগুলো বাদ দিয়ে আমরা হর্স শি*ট আনলিমিটেড মেয়াদ এর পেছনে ছুটছি। তারপরে কি ১০ জিবি ৫০০ টাকায় কিনবেন?

অলরেডি কিন্তু সব অপারেটরের আনলিমিটেড (১০ বছর) মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। একমাত্র টেলিটক ব্যতীত কারো প্রাইসিং কিন্তু রিজনেবল নয়।

এই দেখুন রবির আনলিমিটেড মেয়াদী ইন্টারনেট প্ল্যান এর অবস্থা। ২৫ জিবি ডাটার দাম নাকি সাড়ে আটশ টাকা 😶। জিপির প্রাইসিং কিন্তু আরো ভয়াবহ। একমাত্র টেলিটক ৩০০ টাকার আশেপাশে এই প্যাক প্রদান করে, যেটা ১০ বছর মেয়াদ হিসেবে ঠিকঠাক লাগে তাও।

মূল কথা হচ্ছে, গ্রাহকের কাছে চয়েজ থাকতে হবে। মেয়াদ বিহীন ইন্টারনেট তো দরকার নাই। দাম কমানো হোক, আরো ডাটা অফার করা হোক। সুন্দর ক্যারিফরোয়ার্ড সিস্টেম উন্মোচিত করা হোক। দুনিয়ার কোনো দেশেই মেয়াদ বিহীন মোবাইল ইন্টারনেট ডাটার কোনো সিস্টেম নাই। হুজুগে নিজের মেডিসিন নিজেই চেখে ডায়রিয়া ঘটানোর তো দরকার নাই, রাইট?

About the author

TahmidX

Once a writer, always a writer. My journey through tech, philosophy, and the human experience has taken some unexpected turns. But the page is blank, the keyboard awaits, and the story continues.

Add comment

By TahmidX
TB