Love Does All These Things To You. ভালোবাসা উড়ায়, ভালোবাসা জাগায়, ভালোবাসা মেশায়, ভালোবাসা কাদায়, হাসায়, মিশিয়ে দেয়। কিন্তু একবার শুরু হলে আর থামানো যায় না। অন্তহীন শব্দটা আর অন্যকিছুর সাথে কতোটা যথোপযুক্ত জানি না, কিন্তু ভালোবাসায় এর চেয়ে উপযুক্ত প্রয়োগ আর হয় না।
আমার হৃদয় হাজারো বার ভেঙেছে আর গড়েছে কিন্তু একটা জিনিস বরাবর ছিলো, “ভালোবাসা” — এর অবস্থান আমি কখনো চেয়েও পরিবর্তন করতে পারি নি। গহীনে কোথাও হৃদয় শুধু ভালোবেসেই গেছে। তাছাড়া তোর “না” তেই খুঁজে নিয়েছি দুনিয়ার সব খুশি, আর সেখানে “হ্যাঁ” হলে তো কথায় আলাদা!
কতোবার ভেবেছি, আসমানী দোকান থেকে খুঁজে বের করে এক টুকরা গলীত চাঁদ, পড়িয়ে দেই তোর কানের ফুল বানিয়ে। হয়তো এতে আমার অব্যক্ত আকুতি গুলো শুনতে পাবি। কিন্তু ভয় হয়, হয়তো বলবি, কেন এনেছিস? কেন এনেছিস এভাবেই?
ভালোবেসেও যেন তোর আর আমার দূরত্ব আসমান আর জমিনের ই রয়ে গেছে। — এই খোদাই ছেড়ে কখনো নেমে আয় জমিনে, আর দেখ আমার হাল, হয়ে যা নাগালে, আর কোত্থাও না গিয়ে রয়ে যা আমায়।
ভালোবাসা কাপড়ে লেগে থাকা বালু কণা গুলোর মতো, ঝাড়ি তবু কোথা থেকে যেন বারবার চলেই আসে। কখনো ভালোবাসা স্বপ্নে উড়ায় আবার সুতা কেটে যাওয়া ঘুড়ির মতো গাছের ডালে পেঁচিয়ে মারে। আর এই রঙিন ভ্রমে আমি উড়তেই থাকি…
রঙিন ভ্রম
র