ব্যাডমিন্টন

খেলাধুলায় আমার অ্যাক্টিভিটি অনেক কম, মানে এতোই কম, তোমাকে যখন বলতাম আমি ক্রিকেট বা ব্যাডমিন্টন কোথাও খেলতে এসেছি শুনলে তুমি একগাল হেসে দিতে। তবে তোমাকে বলা হয় নি, খেলার সাথে সম্পর্ক আমার বহু দিনের। ছেলে বেলায় ঐ বলতে ২৪ ঘণ্টা খেলার মধ্যেই থাকতাম।

কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো পাড়ার ছেলে মেয়েদের সাথে নানান ধরনের খেলা। তবে সময়ের সাথে কি যেন হয়ে গেছে আর খেলাধুলা থেকে আমি ছিটকে পড়ি। আমি কোন খেলায় মারাত্মক ভালো বা একেবারেই ফালতু নই। সব খেলায় টুকটাক খেলতে পারি। তবে বর্তমানে ব্যাডমিন্টনে এক বিশেষ ভালোবাসা জন্মেছে।

প্রায় দুপুর থেকেই সময় গুনতে শুরু করি কখন রাত ৮ টা বাজবে আর খেলা শুরু করবো। শরিফুল বলছিলো অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, কথাটা কোনো বিচার না করেই আমিও মানতে শুরু করেছি। ওহ, তুমি শরিফুল কে চিনবে না, তখন আমাদের ঝগড়া চলছিলো। কখনো একদিন শরিফুল নিয়ে লিখবো, এখন ব্যাডমিন্টন নিয়ে কথা বলি।

সালটা ২০১৫ হবে কিংবা ২০১৬ সময়টা বসে থেকে কাটছিলো, হঠাৎ মাথায় আসলো সন্ধায় ব্যাডমিন্টন খেলা চালু করলে খারাপ হয় না! যেই চিন্তা সেই কাজ, ছোট একজন ভাইকে জিজ্ঞেস করতেই ওরা সাই দিয়েছিলো। ৫০ -১০০ টাকা মাথাপিছু চাঁদা উঠিয়ে খেলার সরঞ্জাম কিনে ফেলি আর ইলেকট্রিক বোর্ড আর বাল্ব নিজেই সেটাপ করে ফেলি।

বিদ্যুৎ সংযোগ? আরে কারেন্ট এর ঘুটি তো রয়েছেই! ব্যাস, লাইন কানেক্ট করেই খেলা শুরু! শুরু টা হয়েছিলো এইভাবে। এর আগে অনেক ছোট বেলায় খেলতাম, তবে সেটা দিনের বেলায়, আর বয়সটা তখন একেবারেই কম ছিলো, ভালোভাবে খেলা শুরু হয়েছিলো ঐ ২০১৫-১৫ সাল থেকেই।

মিথ্যা বলবো না, অনেক সময় তোমাকে মিথ্যে বলেই খেলতে চলে আসতাম, মানে এমন নয় তোমাকে প্রায়োরিটি দেইনি, তবে খেলতে হঠাৎ করেই এক ভালোবাসা জন্মিয়েছিলো। আর তোমাকে মিথ্যে বলতে হতো অনেক সময় কেননা তুমি এলাউ করতে না অনেক সময়!

আজকে ৪ টা ম্যাচ খেললাম, আর মাঠের পাশে বসে ছোট ভাইদের খেলা দেখছি। তুমি থাকলে হয়তো আমরা একসাথে বসে খেলা দেখতাম, বা তুমি বাসায় যাওয়ার জন্য ডাক দিতে।

যাইহোক, ২-৩ দিন হলো ঠাণ্ডা একটু বেড়েছে। তাই খেলতে ভালোই মজা অনুভূত হচ্ছে। এদিকে খেলতে এসে শরীর খানিকটা ফুর্তিলাও হয়েছে বটে, তবে খেলার পরে কাজে বসতে পারছি না জানো, একেবারে ঘুম চলে আসছে।

যাইহোক, আরেকটা ম্যাচ খেলে বাড়ি যাবো, আপাতত আর লিখছি না, ওদের ম্যাচ শেষ, এবার খানিকটা আমি উপভোগ করি, রোজ মরার মত এই জীবনে কিছু একটা তো উপভোগ্য খুঁজে পেয়েছি আজকাল, আমি এতটুকুতেই সন্তুষ্ট!

লেখকের সম্পর্কে

কমেন্ট করুন

Your sidebar area is currently empty. Hurry up and add some widgets.