মাথায় একদমই কিছু আসছে না কি নিয়ে লিখি, যদিও এটা আমার এলোমেলো জিনিস লেখারই জায়গা, তারপরে ভাবলাম ইন্টারনেট বাসীর জন্য মূল্যবান কিছু তৈরি করা যায় কিনা! বাট না হয়েই উঠলো না, বড্ড এলোমেলো আর অগোছালো হয়ে রয়েছে চিন্তাভাবনা, কয়েকদিন ধরে ফোকাস করতেই পারছি না 😢
ফোকাস করার মতো লাখো জিনিস ফেলে রেখে পুরা সিনটাকে যেন ঘোলাটে বানিয়ে রেখেছি, আজাইরা কাজ করে সময় নষ্ট করছি, এই যেমন এখন সকাল ৫:২৮ বাজে বাট ঘুম না দিয়ে বসে থেকে ব্লগ পোস্ট লিখছি, শুয়ে মুভি দেখছিলাম সেটাও ভালো লাগলো না, গান শুনতে শুরু করলাম, এয়ারডটস এর চার্জ গেলো ফুরিয়ে, উফ… অসহ্য 😐
শুয়ে পরবো কিছুক্ষনের মধ্যে, তারপরে উঠতে উঠতে দুপুর বা বিকেল, আর বিকেল হতেই বাইরে বের হবো, ব্যাংক থেকে টাকা বের করে কিছু আজাইরা খরচ করবো দৈনিকের মতো, দিন শেষে খালি পকেটে আর খালি মন নিয়ে ঘরে ফিরবো, কিছু কাজ করার বাহানা করবো বসে থেকে তারপরে আবার রাত, আবার দুপুর, বাহ কি সুন্দর লুপ!
মাঝে মাঝে মনে হয় আমি দুনিয়ার বেস্ট জব করি, আমার রুমই আমার অফিস, মাসে ভালো অর্থ উপার্জন করি, যা ইচ্ছা হয় কিনে ফেলি, লাইফ সেট রাইট?
কিন্তু মাঝে মাঝে? কি যেন হয়! মনে হয় আমি আরো খালি হয়ে যাচ্ছি, EMPTY মার্কা খালি! কোন এক ব্ল্যাকহোলে ঢুকে রয়েছি, আমার আসল ভার্সনটা আর কেউ দেখতে পারবে না ব্ল্যাকহোলের ভেতরে গ্রাভিটি এতবেশি শক্তিশালী যে খুদ আলোও এর থেকে টপকে ফিরতে পারে না, যেহেতু আলো ফিরে আসতে পারবে না তো এর মধ্যে থাকা আমাকেও দেখা যাবে না।
আর আমি? আমি তলিয়েই যাবো এক নিঃশেষ এর দিকে, যেখানে কখন ফুরিয়ে যাবো আর কিঞ্চিৎ অনুমান ও থাকবে না।
তো…. কিছু লিখতে ইচ্ছা করছিলো, জাস্ট লিখে ফেললাম, আর কিছু নয়, এগুলোর কোন অর্থ নেই, আমাকে তাই এনালাইসিস করার চেষ্টা না করায় ভালো, বিদায় নিলাম, মনের মধ্যে ইন্টারেস্টিং কিছু খেয়াল আসলে লিখবো আবার এমনি এলোমেলো করে।