ফ্রি মুভি ডাউনলোড: জাস্ট ১ ক্লিকে, কোন অ্যাডস নেই!

ঠিক আছে অনলাইন মুভি ডাউনলোড সাইট গুলো অবৈধ, এগুলো সম্পূর্ণই পাইরেসি। ফ্রি মুভি ডাউনলোড মানেই বেআইনি কাজ কারবার, কিন্তু কি করবেন? মুভি দেখা ছেড়ে দেবেন? ইন্টারনেটে পাইরেসি সেই ইন্টারনেটের জন্মের কাল থেকে হয়ে আসছে, আর এরকম হাজারটা বেআইনি কাজ আপনি প্রত্যেকদিন অন্তত কয়েকটা করে পারফর্ম করছেন ইন্টারনেটে, জেনে হোক কিংবা না জেনে। আচ্ছা চলুন, একটা ভালো প্ল্যাটফর্মের নাম বলুন যেখানে অলমোস্ট সব পছন্দের মুভি একসাথে স্ট্রিম করতে পারবো, ঠিকাছে, টাকা দিয়েই সাবস্ক্রিপশন কিনলাম না হয়। লেজিট ভাবে বলতে যা বুঝায়। কিন্তু সমস্যা কি জানেন? এমন একটাও প্ল্যাটফর্ম নাই, আপনাকে সেক্ষেত্রে কমপক্ষে ১০ টা সাবস্ক্রিপশন কিনে রাখতে হবে, তারপরেও সব মুভি/টিভি সিরিজ স্ট্রিমিং বা ডাউনলোড করতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই।

আমি স্পটিফাই ২০২০ সাল থেকে টানা কিনে ব্যাবহার করছি, ১ মাসের জন্যও সাবস্ক্রিপশন মিস যায় না, অটো রিনিউ সেট করা আছে, চলছেই! এক জায়গায় সব অলমোস্ট সব গান পেয়ে যাচ্ছি, তো মাসে একটা এমাউন্ট পকেট থেকে খসাতে তেমন গায়ে লাগে না। কিন্তু মুভি? চলুন নেটফ্লিক্স নিলাম, ডিজনি মুভি গুলো কি পাবো? তাহলে কি করতে হবে? এখন উল্টে ডিজনিতে সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপরে আরেক মুভির জন্য হটস্টার, তারপরে কিছু সিরিজের জন্য অ্যামাজন প্রাইম, তারপরে এইচবিও — মানে এই তো? এগুলোই করবো শুধু? এর থেকে তো মানুষ টরেন্টিং করবে তাই না? সেটা তো বেশি ইজি।

আচ্ছা, ফ্রি মুভি ডাউনলোড সাইট (free movie download) গুলো তো একেবারেই যা ইচ্ছা তা। মানে এখানেও তো শান্তি নেই। হাজার টা পপআপ অ্যাডস, মোবাইল থেকে মুভি ডাউনলোড করতে চাইলে জীবন একেবারে ত্যানা পেঁচিয়ে ছেড়ে দেবে। তারপরে লিংকের উপরে লিংক ঘুরিয়ে দেখবেন সার্ভারে ফাইল নেই। অনেকে গুগল ড্রাইভে লিংক ধরিয়ে দেয়, সেখানেও দেখবেন লিমিট শেষ বা ড্রাইভের এপিআই কাজ করছে না। তাছাড়া বড় ফাইল হলে তো মোস্ট সার্ভারে দেখবেন রিজিউম কাজ করছে না, ডাউনলোড ফেইল মারে, আরো যে কতো কি?

আমাকে একটা ভালো মুভি সাইট দেখাতে পারবেন না যেখানে পপ-আপ অ্যাডস লাগানো নেই। এমন এমন সব আজেবাজে ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করবে আর নতুন কি বর্ণনা করবো? সবই তো জানেন। আচ্ছা, যথেষ্ট ইন্ট্রো হয়ে গেলো। চলুন সব সমস্যার সমাধান ঘটিয়ে দেই,

একটা মুভি সাইটের নাম বলছি, এরপরে আপনার জীবনটা পাল্টে যাবে, ফ্রি মুভি ডাউনলোড করার ঝামেলা শেষ করে দিচ্ছি জীবনের মতো। কোন অ্যাডস নেই, যেকোনো কানা ও মুভি ডাউনলোড করতে পারবে। জাস্ট ১ ক্লিকেই ডাউনলোড শুধু। কোন রেজ্যুলেশন লাগবে? 1080p movie download করতে হবে? 720p movie download করতে হবে? নাকি মোবাইলের জন্য 480p movie download করতে হবে? সবকিছুই পাবেন এখানে। এমনকি, hindi dubbed movies diwnload হোক কিংবা hollywood movies download, bollywood movies download, tamil movies download, telegu movies download হোক, সবকিছুই পাবেন, জাস্ট ১ ক্লিকেই।

মজার ব্যাপার হলো স্ট্রিম করার ও ফিচার রয়েছে এই সাইটে, তবে লক্ষ্য করলাম আপাতত মুভি স্ট্রিম করা যায়, টিভি সিরিজ বা ওয়েব সিরিজ স্ট্রিম করা যায় না এখনো, কিন্তু ডাউনলোড তো উরাধুরা স্পীডে করা যাচ্ছে। মানে ফুল স্পীডে, রিজিউম সাপোর্ট রয়েছে, আমি ১০ ঘণ্টা পরেও রিজিউম করেছি কাজ করে! তো আর কি লাগে?

তো কিভাবে ফ্রি মুভি ডাউনলোড করবেন?

চলুন, আপনাকে শিখিয়ে দেওয়ার ও দরকার নেই। আমি নিচের বাটনে জাস্ট সাইটের নাম জুড়ে দিলাম, বাকি কাজ আপনি নিজে থেকেই করতে পারবেন কথা দিলাম। আগেই বলেছি কানার মত সহজ এই সাইট থেকে যেকোনো মুভি ডাউনলোড করা। তো জাস্ট এনজয় করুন যেকোনো লেটেস্ট মুভি গুলো।

ফ্রি মুভি ডাউনলোড, ১ ক্লিকে মুভি ডাউনলোড, সিনেমজা, cinemoja, free movie download

Visit cinemoja

লেখকের সম্পর্কে

কমেন্ট করুন

Your sidebar area is currently empty. Hurry up and add some widgets.