
আমিও গুগল ব্লগার দিয়েই ব্লগিং যাত্রা শুরু করেছিলাম, এখন যদিও ওয়ার্ডপ্রেস ছাড়া কিছুই বুঝি না, কিন্তু যারা একেবারেই নতুন তাদের গুগল ব্লগার ব্লগার ব্যবহার না করার কোন কারণ থাকতে পারে না।
গুগল ব্লগারের কিছু বিশেষ সুবিধা রয়েছে, কিছু ডাউন সাইড ও রয়েছে, ওয়্যারবিডি তে গুগল ব্লগার : নতুন ব্লগারদের জন্য ফ্রি প্ল্যাটফর্ম | আপনার যা জানা প্রয়োজনীয়!
এই আর্টিকেলে আমি সকল বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর্টিকেলটি নতুন ব্লগারদের জন্য বেশ সুবিধার প্রমাণিত হতে পারে। আপনারা যদি আরো বিস্তারিত এই টাইপের আর্টিকেল চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
ভাই আমি একে বাকে নতুন । তাই ব্লগার ব্যবহার করতেছি । আমি পরে ওয়ার্ডপ্রেস সাইটে যেতে পারবো