
আমি বিখ্যাত ব্যক্তিদের কোটস পড়তে এবং সেগুলো অনুসরণ করতে অত্যন্ত ভালোবাসি। অনেক সময় এই দুই এক লাইনের বাক্যে এতো বেশি এনার্জি পাওয়া যায়, কি বলবো সে অনুভূতি কল্পনার বাইরে।
একজন মানুষ এবং বিশেষ করে একজন জীবন যুদ্ধের যোদ্ধা পুরুষ হিসেবে আপনার সর্বদায় মোটিভেশনের প্রয়োজন পড়বে। আমার পছন্দের অনেক বাণী রয়েছে, তাদের মধ্যে ১০টি নীচে পোস্ট করলাম। প্রত্যেক সপ্তাহে এভাবে আরো কিছু পোস্ট করার চেষ্টা করবো;
জীবন পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু জীবন বেঁচে থাকা জরুরী!
নং ১ হওয়া নয়, নং ১ পজিশন টিকে রাখায় সবচাইতে বড় যুদ্ধ!
কারো অনুকরণ করে সফল হওয়ার চেয়ে, নিজের অরিজিনালিটি নিয়ে ফেইল হওয়া উত্তম।
সুযোগ কখনোই নিজে থেকে আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়!
তুমি যদি সত্যিই কাজটি করবে বলে মনস্থির করে ফেলো, তো তুমি পথ খুঁজে বের করবেই, নতুবা বাহানা আবিষ্কৃত হবে।
কেবল ডিকশনারিতেই “WORK” শব্দের আগে “SUCCESS” শব্দটি আসে।
ব্যর্থতা চরিত্র তৈরি করে। তুমি যদি সফলতার চেয়ে ব্যর্থতা থেকেই বেশি জ্ঞান লাভ করো, তো তোমাকে কিছুই আর থামাতে পারবে না।
পারফেক্ট লাইফ বড়ই বোরিং!
_তাহমিদ বোরহান
এই জীবন উপভোগ আর জীবনে সুখী হওয়ারই কেবল মূল্য রাখে, আর বাকি কিছুর দাম নেই।
তোমাকে সেরা হতে হবে না, শুধু তোমার সেরা করার চেষ্টা করো!
তো এই ছিল আমার কিছু পছন্দের বাণী, আপনি চাইলে নীচে কমেন্ট করে আপনার পছন্দের বাণী গুলো শেয়ার করতে পারেন। আর প্রত্যেক সপ্তাহে আমি আমার পছন্দের বাণী গুলো তো পোস্ট করবোই!
Good thinking……..
Well done………………