আপনি যখন পরিত্যক্ত হতে হতে অভ্যস্ত হয়ে যান, আপনি যার সাথেই ডেট করূন না কেন সে যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন নিজের কাছেই এক প্রশ্ন জন্মে, “আচ্ছা, সমস্যা আমাতেই নেই তো?” যেহেতু সবাই এক কাজই করছে, সবাই আপনাকেই ভুত বানিয়ে বিদেয় গ্রহণ করছে, যেন আপনার কোন অস্তিত্বই ছিল না!
আপনি যখনই নতুন কারো সাথে সম্পর্কে জড়াতে চান, আমি হয়তো আগেই থেকেই সেই সম্পর্কের ইতি কল্পনা করে রেখেদেন, আমি হয়তো আগে থেকেই অনুমান করেন সে আপনাকে অবশেষে বঞ্চিত করে মাঝ রাস্তায় একা ফেলে রেখে যাবে। এই জন্য আপনি হয়তো নতুন রিলেশনশিপের প্রথম ষ্টেজটি উপভোগই করতে পারেন না, কেননা আপনি তাদের সাথে সম্পূর্ণ রূপে যুক্ত হতে চান না।
আপনি আগে থেকেই জানেন তারা আপনাকে ছেড়ে চলে যাবে, তাদের সাথে আপনার কোন ভবিষ্যৎ নেই, আর আপনি যদি তাদের সাথে বেশি করে যুক্ত হোন তো ছেড়ে যাওয়ার কষ্ট আরো অনেক বেশি পেতে হবে আপনাকে! তাই আপনি আর কাউকে ভালোবাসতেই পারেন না, সব সময় হয়তো এক অজানা তৃতীয়পক্ষ আপনার রিলেশনের মধ্যে চলে আসে, হয়তো সেই তৃতীয়পক্ষের কোন অস্তিত্বও নেই।
আপনি যখন নতুন কোন রিলেশনে জড়ান আর তাকে কোন প্রশ্ন করেন, সে যদি উত্তর দিতে একটু সময় লাগায়, আপনি দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে উঠেন। তারা যদি একটু চোখের আড়ালে চলে যায়, আপনার ফোন না রিসিভ করে, বা ফেসবুকে অনলাইন না থাকে, আপনি হয়তো ভাবতে শুরু করেন সে আপনাকে ইগনোর করছে বা ছেড়ে চলে যাবে। হয়তো সে সময় তারা কাজে বিজি থাকে, কিন্তু আপনার মন সবসময়ই ভয়ের মধ্যে কাজ করে।
আপনি যখন বঞ্চিত হতে হতে অভ্যস্ত হয়ে পরেন, আপনি আর মন খুলে ভবিষ্যতের কোন গল্প করতে পারেন না আপনার পার্টনারের সাথে। আপনি ভয় করেন, তারা হয়তো উড়ে চলে যাবে আপনার লাইফ থেকে আর আপনার ভবিষ্যৎ একাকিত্বে কাটবে। আপনি হয়তো প্রত্যেকটা কথা মেপে মেপে বলবেন কেননা আপনি ভুলেও কোন ভুল কথা বলতে চাইবেন না যাতে সে আপনাকে ছেড়ে চলে যায়।
আপনি হয়তো সবসময় ভয়ে ভয়ে থাকেন, কেননা আপনাকে দেখতে অব আপনার কথা আজব লাগুক সেটা আপনি চান না। আপনি হয়তো আগে থেকেই ভেবে রেখেছেন তারা আপনাকে একা ফেলে চলে যাবে কিন্তু তারপরেও আপনি এতো ফার্মালিটি পালন করেন, কেননা সেই ছেড়ে চলে যাওয়ার কারণটি আপনি নিজে হতে চান না।
কিন্তু সত্যি কথা কি জানেন, তারা যদি আপনার সাথে থাকতে চায় তো আপনার কোন কিছুই তাদের যায় আসবে না। যদি কেউ চলে যেতে চায়, তাহলে আপনার দাঁতে স্যালাদ আটকে রয়েছে কেন সেই বাহানাতেই চলে যেতে পারে। যে যাবে না, সে কিছুই কেয়ার করবে না। আপনার সম্পুর্ন আপনাকে গ্রহণ করবে এবং যাইই ঘটুক না কেন একসাথে থাকবে।
সত্যিটা হচ্ছে, ভুল মানুষেরা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে বঞ্চিত করবে, আপনাকে ভুত বানিয়ে চলে যাবে, যেন আপনি ছিলেনই না কোন কালে! এবার আমার সাথে বলুন; “সঠিক মানুষেরা কখনো ছেড়ে যাবে না”
যদি সবাই আপনাকে বঞ্চিত করে চলে যায় এতে আপনার সম্পর্কে কিছু বলে না, তবে যে চলে যায় সে নিজের সম্পর্কে অনেক বর্ণনায় রেখে যায়, প্রমান করে যায় সে কি রকম ছিল!