
শীতের সময় পোদ্দারী দেখাতে গিয়ে বিশেষ করে মাফলার ছেড়ে রাতে বাড়ি ফেরার সময় মারাত্মকভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়েছি। ভালো করেই জানেন এই সর্দি, কাশি, আর জ্বর বিশেষ করে রাতেই বেশি করে চেপে বসে।
এতক্ষন স্পেস নিয়ে ওয়্যারবিডিতে আর্টিকেল লিখছিলাম, কাজের সময় ভুলেই গিয়েছিলাম সর্দি লেগেছে আমার। যাই হোক, বিছানায় ফিরতেই টের পেলাম সর্দিতে নাক বন্ধ হয়ে রয়েছে। তাইতো শুয়ে থেকে মোটেও শান্তি পাচ্ছিলাম না।
দুই নাকের ছিদ্র কিন্তু অফ হয় নি, রীতিমতো এক ছিদ্র দিয়ে দিব্বি নিঃশাস নিতে পারছিলাম, তাও শান্তি হচ্ছে না কেন জানি। আর তাতেই মাথায় চলে আসলো আমাদের অভ্যাস নিয়ে একবানী!
শুধু প্রয়োজন মিটলেই আমরা সবসময় সন্তুষ্ট হই না, অনেক সময় প্রয়োজন আমাদের অভ্যাস অনুসারে মেটা জরুরি হয়ে পরে!
__তাহমিদ বোরহান