এমন কোন মিনিট নেই যখন তোমায় ভাবি না,
আর এমন কোন নীরবতা নেই যেখানে তোমায় খুঁজি না।
হৃদয়ের আয়নায় যখন তোমায় দেখি নিজেকে ঠেকানো যায় না,
বোধহয় তোমাকে ভালোবাসতে সব ছেড়ে দেই…
এমন কোন সেকেন্ড নেই যেটা তোমার সাথে ভাগ করতে চাই না,
আর এমন জিনিস নেই যেটার রহস্য প্রকাশ করতে চাই না।
আর তিনটি শব্দ রয়েছে, জানি না কিভাবে পৌছাতে হয়,
কিংবা জানি না কিভাবে তোমাকে জিজ্ঞেস করবো।
আর এই হৃদয়কে এভাবে চুপ করাতে চাই না,
নীরবতায় ভাঙ্গা হৃদয় জোড়া লাগানো যায় না।
ভালোবাসা বুকে নিয়ে তো অপেক্ষা সয় না,
হঠাৎ করে হারালে সেই, ভুলে তো থাকা যায় না।
কালো রাতও আলোর ঝলকে কেটে যায়,
আর একা নিঃসঙ্গ এই আমি, একই দুঃস্বপ্ন দেখে যাই।
আর কতো হাজার মাইল পার করবো এভাবে?
নরকের সাজা ই কি একমাত্র প্রাপ্য ছিলো আমার স্বভাবে?
না, না, না
আর এই হৃদয়কে এভাবে চুপ রাখতে চাই না,
এবার তুমি এসে এই নীরবতা ভেঙ্গে দাও,
স্বপ্নে হঠাৎ করে এসে আবারো বিদায় না নিয়েই চলে যাও।
আমি অপেক্ষা করবো পৃথিবী ফুরিয়ে যাওয়া পর্যন্ত
আর খুঁজতে থাকবো তোমায় যতক্ষণ খুঁজে না পাই।
যদি তারা ভরা কোন চাঁদনী রাতে আবারো দেখা মেলে,
তো বলবো সেই তিনটি শব্দ, যেটা আর কখনই কারো জন্য উচ্চারন করি নি।
(I Love You)
কবিতা: তাহমিদ বোরহান